আজকাল ওয়েবডেস্ক: মার্চ মাসের অর্ধেক হতে না হতেই দেশের বিভিন্ন অংশে শুরু হয়ে গিয়েছে তাপমাত্রার দাপাদাপি। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে গরমের খেলা।
শনিবার পর্যন্ত যে রিপোর্ট হাতে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন অংশে তাপমাত্রার পারদ অনেকটা উপরের দিকে। মার্চ মাসের এই সময়ে যে গরম থাকার কথা সেখান থেকে অনেক বেশি গরম মনে হচ্ছে এই এলাকায়।
ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই দেশের এই প্রান্তে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করে। এবার মার্চ মাসের মাঝামাঝি থেকেই গরমের দাপট দেখা যাচ্ছে। আবহবিদরা মনে করছেন এই সময় থেকে যদি এই হারে তাপমাত্রা বাড়তে শুরু করে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে দেশের এই প্রান্তে তাপমাত্রা ৪৫ ডিগ্রি বা তার বেশি হয়ে যেতে পারে।
চিকিৎসরা মনে করছেন মানুষের দেহে এই তাপমাত্রা যথেষ্ট ক্ষতিকারক হবে। এটি থেকে ত্বকের নানা ধরণের সমস্যা তৈরি করবে। পাশাপশি যদি আগামী কয়েকদিনের মধ্যে মহারাষ্ট্রে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে যায় তাহলে সেখানে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে।
শোলাপুরে ৪১ ডিগ্রি, ওয়ার্ধায় ৪১ ডিগ্রি এবং চন্দ্রপুরে ৪১ ডিগ্রির বেশি তাপমাত্রার আভাস মিলেছে। একধাক্কায় তাপমাত্রা ৫ ডিগ্রি বেশি হয়েছে যা পরিবেশের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক বলে মনে করা হচ্ছে। যেভাবে মহারাষ্ট্রের তাপমাত্রা দ্রুত বাড়ছে তারপর দেশের অন্য প্রান্তেও পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।
আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে দেশের বিভিন্ন অংশে বর্তমানে তাপমাত্রা বাড়বে। মার্চ মাস থেকে শুরু হয়ে এই তাপমাত্রা এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত আরও বাড়বে। ফলে সেখান থেকে চলতি বছরে দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা যে নতুন রেকর্ড তৈরি করবে সেকথা বলাই যায়। এই সময় বৃষ্টির কোনও সম্ভাবনা তৈরি হয়নি বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে রাজস্থান সহ দেশের এই প্রান্তের রাজ্যগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে ৪০ ডিগ্রি ছুঁয়েছে। এই রাজ্যগুলিতে আগামীদিনে তাপমাত্রা আরও বাড়বে।
